(অণুকাব্য)

         (এক)
প্রেমের মৌ মোহনায়
ধরেছিল যেই হাত দুজন দুজনায়,
আঁখি ফাঁদে পরা সে দুটি আঁখি
আজ কেন দুই মোহনায় ?

         (দুই)
প্রেমের জল জোছনায়
যেই ছবি এঁকেছিল মন ভুবনায়,
সেই প্রেম সেই ছবি
আজ কেন দুই মোহনায় ?