(অণুকাব্য)      

একটি ফুল
সূর্য্য স্নাণে ব্যকুল,
প্রতি নিঃশ্বাসে বাড়ে
তার বেঁচে থাকার বিশ্বাস।
পাশা-পাশি দুটি ফুলকলি
নীরবে ফেলে যায় দীর্ঘশ্বাস।।