মু.অঃ

বুনো বেণুর বীণা বাণীতে
মনো চাহে কেবা ছিনিবার নিতে
ওহে মন তুমি কেন উচাটন ?
ধরিলেই, তুমি মরিবে মরিবে..
কেবা হায় বাঁচাবে জীবন
বাদক নয়, সে তোমারই মরণ।।