ছন্দঃ মাত্রাবৃত্ত-৫
সহসা দীনু বলিল যেন
ঐ এল বৃষ্টি ওরে,
গগনে গর্জে মেঘ কতই জোরে
ধেনু দিয়েছি কোন সুদূরে।
কৃষ্ণ মেঘে ধরেছে ঘিরে,
ধেনু যে মোর যায়রে মরে।
আর যে মোর সময় নাই,
এই ভেবেই সে দৌড়ায়।
দৌড়ে দৌড়ে থামে ফের সে দৌড়ায়
আর হাকিয়া হাকিয়া কহে সে স্রষ্টায়,
ধেনুকে ছাড়া শূন্য ধরা তা তো তোমার জানা
ধেনু বিনে বাঁচিব কেমনে সে তো মৃত্যুরই সমানা।
এবারে দীনু পৌঁছিতেই ধেনু শিং নাড়িল দু'দিক,
বাছুরে তখনো চুষিছে স্তনো, সে তো সরল নির্ভীক।
সহসা ঝড়ে কুয়াশারূপে থমকালো যে পথ,
দমকা বাতাসে ভীত দীনু ধরিল ধেনুর কাঁধ।
বিকট নাদ বাজ পড়িল ভাঙিল বুঝি শূন্য ছাদ,
হায় নিয়তি!
সে বজ্রই কেড়ে নিল ধেনু ও দীনুর সাধ।।