(অণুকাব্য)
ছন্দঃ মাত্রাবৃত্ত-৫

চোখেতে কেনো ঝরিছে বারি,
কাহার লাগি তুমি করিছ গো আহাজারি ?
দ্বন্দ্বের কু'ফলে ভুগছো মিছেই,
পেন্দনাকো আর আজায়রি।।