হরিতমা প্রিয় হে জন্মভূমি,
তোমারে খুঁজে ফিরে অহর্নিশি
আমি হয়ে উঠি আবেগীবেগবান,
তোমারি ধারায় উতলা প্রাণে বাড়ায়
বিরামহীন উৎসব প্রবণ।
বৃষ্টির জলে কাদাভরা যে জল
গেঁয়ো ষোড়সীর কপাল ছুঁয়ে দেয় ,
যে ফোঁটায় লাজুকী কিশোরীর
মনে উঠে অতিশয় শিহরণ,
সে জলে আমি মিশে হই একাকার,
আমিতো খুঁজি তোমায়, ওগো
ষোড়সীর কপাল ছোঁয়া সে চুম্বন।
তুমি টিপটিপ বরষায় আউশের ক্ষেতে
মাদু জ্যাঠার গল্পের সেই উচ্ছ্বাস,
তুমি বৃষ্টিতে অনিষ্ট খামারী পিতার হাহুতাশ
তুমি ইতিহাস, হাজারোগল্পের ইতিহাস
তুমি খাদু চাচার সৌখিনতা, আলোস্য উপবাস
সে গল্পে আমি হারিয়ে বেড়াই,
হারিয়ে হারিয়ে হয়ে যাই তার ইতিহাস।
ওহে গেঁয়ো বৃষ্টির জল,
তোমারি ধারায় প্রবাহিত বেগে
পানসে জলে ক্ষুদে হিল্লোলে তরুণের উত্তাল,
জলজ খেলার ছলে মাতৃ শাসন ভোলা
তুমি সে অমোঘ শৈশবকাল।
আমি খুঁজেফিরি তোমায় অহর্নিশি, চিরকাল
ওগো কাদা ছুঁয়া গেঁয়ো বৃষ্টির জল,
আমি হিল্লোলে মিশে হই তরুণের উত্তাল
আমি নিরবধি হয়ে যাই অমোঘ শৈশবকাল।।