অথৈ সাগরে একটি তরী
যেরূপে একটি বন্ধুর সমান,
সুবন্ধু যেন তদ্রুপ স্মরি
সাত সমুদ্রের সমান।।
ক' ফোঁটা বৃষ্টি বা এক দোলা মেঘ
শত শত বন্ধুর সমান,
তবে একটি ভাল বন্ধু
অসীম আকাশ থেকে মহান।।
একটি জনহিতৈষী সংগঠন
হাজার হাজার বন্ধুর সমান,
কিন্তু একটি সুহৃদ
গোটা পৃথিবীর অধিক সমান।।