উৎসর্গঃ প্রিয় বন্ধু সজিব কে।
বন্ধু হল-
মনের বনে উড়ে চলা পাখিদের
দুটো ডানার একটি ডানা।
দূর আকাশে সঘন মেঘ হতে
ঝরে পরা পাশা-পাশি
সে' দুটি বৃষ্টির একটি কণা।
সকণ্টক জ্বালাময়ী পথে,
নিরুদ্বেগে ছুটে চলা, ক্ষান্ত-হতভম্ব
সে' প্রাণের সঞ্চারণা।
বন্ধু হল-বাহু বল,
চলতি পথের পাথেয় সম্বল।
ব্যথিত হৃদয়ে জেগে ওঠা,
যে দীর্ঘশ্বাস-
সেখানে থাকবে
তার পুরোপুরি আশ্বাস।
জীবনের আদ্যোপান্ত
সকল মন্ডলে, যাকে করা যায়
প্রাণোধিক বিশ্বাস।
সুবন্ধুবর, ন হি স্বার্থপর,
খুঁজে পাওয়া দুরূহ-দুষ্কর।
জাতি-বর্ণ-ধর্ম মিলে
কালে-অকালে
অনেকেরি দেখা পেলে,
কিন্তু একটু ভেবে দেখনা
আঁখি মেলে,
কাকে পেয়েছ তোমার
দুঃসময় কালে...?
বিপদের নাগালে
যে করুণা করে সহায়তা করে,
বৃদ্ধ সমাজ তাকে বন্ধু বলতে পারে
কিন্তু আপ্ত অনুমান বলে দেয়
সেও স্বার্থপর।
কেননা-
নিশ্চই সে প্রতিদান প্রত্যাশা করবে,
আজ, কাল অথবা তাহারও পর।
আমি বলি-
সু-সময়ে যে পাশে থাকে
সুখের সমান,
দুঃসময়ে করে দেয়
যে দুঃখের সমাধান।
দুষ্কর্মে করে যে বারন,
সৎকর্মে হবে সহযোগী আজীবন।
সেইতো মহান, বন্ধুত্বের জবান,
সেইতো বহন করবে-
প্রকৃত বন্ধুর চিহ্নমান,
বন্ধুত্বের সূত্রে তাই নিজেকে
করনাকো ভুল প্রমাণ।