(গীতিকাব্য)

দূর থেকে দূর, আরও দূর, ঐ দূর বহুদূর দূরে..
যত দূর এই দু'চোখ যায় উড়ে।।
ঐ দূর, বহুদূর, বহুদূর, বহুদূর দূরে..
তুমি থাকো যে সখা, তারও অনেক দূরে।।

বেলার চঞ্চল ডানা ধরে
গেলা অঞ্চল খানা ছেড়ে
এ হৃদয় শূন্য করে।।
ঐ দূর, বহুদূর, বহুদূর, বহুদূর দূরে..
তুমি থাকো যে সখা, তারও অনেক দূরে।।

গেলা মোহে প্রেমো নীড়ে
হেলা করে আমায় ছেড়ে
এ হৃদয় নিয়ে কেড়ে।।
ঐ দূর, বহুদূর, বহুদূর, বহুদূর দূরে..
তুমি থাকো যে সখা, তারও অনেক দূরে।।

দূর থেকে দূর, আরও দূর, ঐ দূর বহুদূর দূরে..
যত দূর এই দু'চোখ যায় উড়ে।।
ঐ দূর, বহুদূর, বহুদূর, বহুদূর দূরে..
তুমি থাকো যে সখা, তারও অনেক দূরে।