(অণুকাব্য)
ছন্দঃ স্বরবৃত্ত

মায়াবী জীমূতগুলো নীলাম্বরে
মিশে হয়না তো নীল,
আমি কেন তবে বরাবর-ই
তোমাতে হই বিলীন..?