(মুঃঅবৃ)
সময় যাচ্ছে চলে, তো যাকনা
দুঃসময় আসবেই ক্ষণিক পরে।
প্রিয়া যাচ্ছে চলে
যাক না ভুলে সে,
তাতে কার কিবা যায় আসে ?
হৃদয় আকাশে,
বিরহের বজ্রপাতে
সেতো আমার-ই বক্ষ ফাটে।
বিষাদের ভার
কেউ নেবেনাতো ধার,
সুযোগ পেলেই
করবে সদ ব্যবহার।
যার যেটা ইচ্ছে, করুক না;
ক'দিন পর-ই হবে তাহার বিচার ।।