যাকে ভালবাসিনা,
তাকে চিন্তা করিনা।
যাকে কাছে ডাকি,
তাকে ধরতে পারিনা।
যাকে ছুঁয়ে দেখি,
তার স্পর্শ মিলেনা।
যাকে ভালবাসি,
তাকে বলতে পারিনা।
যাকে বলি,
সে মূল্য বোঝেনা।
যাকে স্বপ্নে দেখি,
তাকে চিনতে পারিনা।
যাকে কল্পনায় ভাবি,
সে মুখ ফিরে একবারও চায়না।
যাকে ভালবাসা খুলে বলি,
সে বলে না..না..তা' হবেনা।
আর যাকে বউ ভাবি,
সে শাড়ী পড়তে জানেনা।
যে বউ হবে,
ও আমারি মত
সেও জানেনা;
কার সঙ্গে হবে কামবাসনা।
যাকে সঙ্গ দিয়েছি,
সে ছাড়তে চায়নি।
যাকে ভালবাসা দিয়েছি,
সে ভুলতে পারেনি।
যে ভালবেসে কাছে এসেছে,
সেই শুধু মনে রেখেছে।
যে দূরে থেকেছে,
সেই জিতেছে;
কিন্তু কষ্ট পেয়েছে।
যে স্বপ্ন দেখেছে,
সেই কেঁদেছে।
যে স্বপ্ন দেখিয়েছে,
সে ছলনা করেছে।
যে কষ্ট পেয়েছে,
সে ভালবাসা বুঝেছে।
যে কষ্ট দিয়েছে,
সে ভালবাসা বেশী পেয়েছে।
যাকে ভালবাসতে পারিনি,
তাকে কোন সময়ই ছাড়তে পারিনি,
কিন্তু যাকে ভুলতে পারিনি,
তাকে কখনই কাছে পাইনি।।