বসন্ত সৈকতে রঙিলা জোয়ার এলে
হৃদয়োকর্ণ ভাসে ভ্রমরোগুঞ্জন পালে,
অপেক্ষমান পথিক ফেলে, দূরে ঠেলে
কেন তুমি দূরে ছিলে, বল অবহেলে?
বিদীর্ণ মেঘ ফুঁড়ে বসন্ত তপন ঢেলে
জরাজীর্ণ যৌবনে মায়াহীন মৌবনে,
প্রেমালো উঠুক জ্বেলে আজি দলেদলে
হৃদয়ের বিক্ষত আলে-বিলে-খালেখালে,
প্রেমালো উঠুক জ্বেলে আজি সমুজ্জ্বলে।



বিডিপি, গাজিপুর
১৪.০২.২১
১লা ফাল্গুন, ১৪২৭