অণুকাব্য
ছন্দঃ মাত্রাবৃত্ত-৪

       (এক)
বরষাতে কাদা ছুটে
লাগে চোখে মুখে,
তবু কেন তৃষা মিটে
বুক ভরে সুখে।।

      (দুই)
বরষায় বানভাসি
ক্ষুধাতুর মুখে,
মুরলীর সুর স্বাদে
কাটে কত সুখে।।