( অণুকাব্য)
ছন্দঃ মাত্রাবৃত্ত-৫

দিগন্তে তো জ্বলিছে হুতাশন,
মানুষেই তা বহে দ্বিগুণ।
বর্ষা ভীতে ছত্র থাকে নিতান্তই,
বর্ষা এল তো বারি কই।।