আপন বক্ষে নিরঞ্জন
এ ভালবাসা রেখেছি ধরে,
শত ভিক্ষে চেয়েছি
তুলে ধরেছি তার সামনে
অকাতরে প্রাণ ভরে।
হাড়ে-হাড়ে মিশে থাকা
রন্ধ্রে-রন্ধ্রে সঞ্জীবিত
খাঁচার আবদ্ধে সঞ্চিত
তা' প্রায়ই অবলুপ্ত। অথবা
হৃদে নিগূঢ় এ' ভালবাসা
কেবলই হয়েছে প্রবঞ্চিত,
কিংবা অবাঞ্ছিত ।
কিন্তু এ ভালবাসাই
এ জীবনের প্রাণ বলে
নিঃসঙ্কোচে আমি নিজেকে
সঁপিতে প্রস্তুত, চাই
কি হবে এর
শেষ অবধি বিধান।
হয় হবে ঐশ্বর্যে পরিপূর্ণ
এ জীবন,
মৃত্যুর দ্বারা মহিমান, কিংবা
প্রবণ চিতে অন্তর্দহনে
চির বিদায়ী চিতা বহ্নিমান।।