অণুকাব্য
ছন্দঃ মাত্রাবৃত্ত-৬

           (এক)
চোখ বুঁজিলেই উঠে আসে গাঁও
ফসলি গন্ধ খানি,
কৃষাণী ঘামের মূল্য যে কত
আমরা ক'জনা তা জানি।।

           (দুই)
জীবনের স্বাদ যত আহলাদ
যত ভালবাসা সমস্ত খানি,
আমারে গড়িতে ত্যাজ্য দানিল
তাহার মূল্য আমরা ক'জনা জানি।।