আমি এবার বাঁচতে চাই,
দ্বিতীয় মৃত্যুর আগে আমায় আর হত্যা করনা।
আমার দেহে কি প্রাণ নাই,
আমারও কি বাঁচার সাধ জাগেনা..?
কতিপয় স্বার্থলোভীর হস্তগত হয়ে
মস্ত এ জীবন খানি যাচ্ছে ক্ষয়ে, এক নিমিষে।
চির সবুজে মায়ায় ঘেরা এই বিশ্ব ব্রহ্মান্ডে
দিগ্বিদিকের মহান ঈশ্বরের কোন এক ভূ-খন্ডে,
একদিন হয়েছিলাম ভূমিষ্ঠ;
অতঃপর যৌবনেই সয়েছিলাম মৃত্যুর যন্ত্রণা।
আমাকে জবাই করা হয়েছিল,
আমাকে হত্যা করা হয়েছিল।
শোনেনাই সেদিন তারা আমার করুণ মিনতি,
শোনেনাই সেদিন তারা আমার বাঁচার আকুতি।
যাহোক, স্রস্টার অশেষ কৃপায়; কাটিয়ে শোক
শিরধারে পূনরায় জাগিল চতুর্দশ মস্তক।
এখন আমার কোন দুঃখ নাই,
আমার আর কোন কষ্ট নাই;
আমার শেষ কথা একটাই,
আমি দ্বিতীয়বার হত্যা হতে চাইনা আর
যদিও বিশ্বাসের টান প্রাণেতে আছে অপার,
বিশ্বকর্তা যারে রক্ষিবে;
তাকে মারবে; সে সাধ্য আছেরে কার..?