আমি এক মূর্খ চাষা,
শত দুঃখ শত যাতনা
আমার বুকে বেঁধেছে বাসা।
রক্ত ঘামা শরীর খানা
মূল্যহীন নিত্যদিন,
রোদে পোড়ায় জলে ডোবায়
তবু বাঁচার মিথ্যে আশা।
মাটির দেহে সোনার ঘামে
ভিজছে শুধু মায়ার টানে,
যে ফসলেই বছর যাবে
তার কি হবে কেইবা জানে।
বছর দুয়ে তাই দেখিনু
ফসল তুলে হিংস্র বানে,
আমি যে এক বাতুল চাষা
এই ভাবে কি বাঁচেরে আশা..?
গম বুনিলে শালিক খায়
মাছ পালিলে বিষে,
ধান কাটিলে গুনেই দেখি
থাকেনা কিছু শেষে।
ফসল খানি বেচতে গেলে
মূল্য হবে কাড়া
সেই ফসলি কিনতে গেলে
দাম হবে যে চড়া।
কোথায় আছি কোন দেশেতে
ভাবছ আমি ন্যাড়া..?
ক্ষোভ হাকিলে একটু পরে
পরিবে হাতে কড়া।
আমি যে এক মূর্খ চাষা
বাঁচিয়ে রাখে মিথ্যে আশা,
লাগাম মুখে চুপটি বলে
আমাদের এ করুণ দশা।
দেশ পালনে নিয়ম আছে
চাষা পালনে নয়,
মূর্খ চাষা মরুক তবু
কার কি আসে যায়।।