(মুঃঅবৃ)

একটি বনফুল,
সেও ভোর দেখে
চাঁদ দেখে
সূর্য্য স্নাণ করে;
স্বপ্নে হয় লীন।

আমার স্বপ্নগুলো নির্ভোর,
চাঁদের ছোঁয়াই পায়না।
তবুও রাতের পরে
রাত-ই আসে এখানে।
আমি স্বপ্ন দেখতে চাই,
একটি বনফুল হতে চাই।