ছন্দঃ স্বরবৃত্ত

ছোট্ট ভুলেই ভয় হয়
কখন যে ফাঁসি হয়,
ভুল করে ক্ষমা চাই
ক্ষমা নাহি পাই।
বাবুরা যে শখ করে প্রাণ মারে
মানবেরে গুম করে,
খালাশি কে ফাঁস দ্যায়
পুলিশি কে হাতে ন্যায়।
কটূ হাসি হেসে বলে ফিস ফিসে
এখন কে ঠ্যাকায়, কোর্ট সেতো ধূলায়
পুলিশি তো বলে দিছে সব কিছু মিছে।