কখনো মানেনি বশ
এখনও,
সে যে এক খন্ড নারী।
কিন্তু বৈপরিত্যের স্বপ্নে
ভালবাসার শূণ্য মানচিত্রে
ও শুধুই চোরাবাড়ি,
এক খন্ড নারী অথচ তরবারি,
যা ছিন্ন করে এ' বিশদ
নিষ্পাপ হৃদয় খানি।
একবার নয়, যতবার
কাছে টেনেছি, ততবারই।
পুড়ে পুড়ে এ দেহ ছাই,
তবুও পোড়ায়, হায় !
অত:পর, অত:পর আবার..
কিন্তু এখনও ভাবি,
বন্য সে নারী শুধুই আমার।
এটা যে নিছক পাগলামি'
সেও জানি।
কিন্তু আমি যে বাতুল।
মনে হয়, পুড়ে হই ছাই,
যত ব্যথা পাই, আরও..
কেননা, এই দেহ তো তারও।।