কে যেন এসে বলে যায় মোরে
কানে কানে চুপি চুপি মৃদুস্বরে।
কাঁদাবেই যদি এমন করে
আগে কাঁদালেনা কেন মোরে..?
হৃদয়ের সুখগুলো যা ছিল
তোমাতেই তা' রয়ে গেল।
হৃদয়ের আঘাত আহ !
এ কি নিদারুণ কষাঘাত।
আজও খুঁজে ফিরি ঐ হৃদয়'
হারানো দিনের প্রতিটি সুখগুলো।
হৃদয়ে হৃদয়ে ছিল যে
ভালবাসার সমাহার,
মান-অভিমান-অনুনয়-বিনয়
সে সবি আজ হয়ে গ্যাছে অনাহার।
আমি শূন্যে আছি বসে,
তুমি অন্যের সাথে চলিয়াছ মিশে
এই বেশ,তবে তা আমারি দোষে।
গুপ্ত ব্যথা বুকে পুষে, আজও চলছি
তবু নটরাজের হাসি হেসে হেসে।।