আমি রেশমা মুক্ত হয়েও হয়েছি আজ নিঃসঙ্গ,
আজ তোরা নেই তাই হয়ত নিরব মোর অঙ্গ।
তোদের দুষ্টুমি আর পাগলামি ছিল বাড়া বাড়ির শেষ প্রান্ত,
মিথ্যা আর লুকোচুরি দিয়ে করেছো অনেক সময় বিভ্রান্ত।

বিশেষ মানুষ দিয়েছে মাত্রা অতিরিক্ত ভালোবাসা,
অনেক সময় করেছে অপমান,  করেছে নিরাশা।
তবুও তোদের মাঝেই ছিল শান্তি, একমুঠ ক্লান্তি।
সুখ-দুঃখ তোদের পাশে নিয়ে কাটিয়ে দিতে চাই,

তোরা ছাড়া আমার খেলার সাথী আর যে কেউ নাই।
স্কুলের সকল ভাই-বান্ধবীদের কলেজ জীবনেও চাই।
জিবনে স্বার্থক হতে পারবো তোদের যদি পাশে পাই।

আশা করি সংঘ দিবি, করবি না নিরাশ,
এস.এম এতে আমার সাথে করবি বিরাজ।
সকলকে এস.এম. কলেজে যাওয়ার করি আহ্বান,
এই জন্যই বলতেছি কারণ তোরা যে মোর প্রাণ।

নেই কোনো স্বার্থ, তোদের ব্যাতিত আমি ব্যার্থ।

কোন কলেজে যাবি কে? বলে যাস তোরা,
যদি কখনো যাই, ফিরে পাব হারানো দিন মোরা।
আমি এস.এম. এ যাওয়ার প্রবল ইচ্ছে প্রষণ করি,
ইনশাআল্লাহ এস.এম. এ ভর্তি হব যদি না যাই মরি।

নেই কোনো স্বার্থ, তোদের ব্যাতিত আমি ব্যার্থ।