আলতা স্নো, পাউডার দিয়া,
করমু তোমারে বিয়া।
শেরওয়ানি আর পাগড়ি পরে
আনমু হবু শ্বশুর বাড়ি দিয়া।

বউ করমু তোমায় আমি
লাল শাড়ি পড়াইয়া,
দিমু নীল চুড়ি, আরো
সোনা-গহনা গড়াইয়া।

নিচু-উচু পথ দিয়ে আনমু
ঘোড়ায় চড়ে,
লোকজন ভাববে শুধু আর
দেখবে বধূটারে।

ঘোড়া দিয়ে উঠবে যখন
পালকিতে বসিয়া,
কত মানুষ দেখবে তোমায়
কাছেতে আসিয়া।

লজ্জা লজ্জা মুখখানা তোমার
দেখতে লাগবে মিষ্টি বেশ,
কত আনন্দ, দুষ্টুমিতে মেতে
থাকবে বিয়ের রেশ।

ত_থ_থ বউ মোর থাকবে
সজিব, হাসিখুশী,
এই স্বপ্নটারে মুই বড়-
বড়ই ভালোবাসি।