পৃথিবীটা সমুদ্র আমি সেই সমুদ্রের মাঝি,
পালা বদলের খেলায় আমি রঙিন সাজে সাজি।
কত ঢেউ, কত বাঁধা দিলাম আমি পাড়ি,
এই যাত্রার শেষ কবে, ফিরবো কবে বাড়ি!
এই যে পথে থমকে থমকে যাচ্ছি দূর দেশে,
রাত্রি বেলায় আলোর খেলায় মরণ হবে শেষে।
গভীর রাতে তারার সাথে শান্তির কত আলাপ,
জোছনা রাতে চাঁদের সাতে জমাই মধুর ভাব।
ঝড়, তুফান ডিঙিয়ে আমি সমুদ্র দিচ্ছি পাড়ি,
এই যাত্রার শেষ কবে, ফিরবো কবে বাড়ি!
সমুদ্রের মাঝি হয়ে থাকতে ইচ্ছে হয় না আর,
মন চায় ছুটে উঠে দেই দৌড়, ধরার সাধ্য কার!
ছোট্ট নৌকায় পারি দিচ্ছি, ভয় যে পিছু ছাড়েনা,
কত মানুষ দিচ্ছে আশা তবু ও সাহস খানিকটা বাড়ে না।
ঝড়, তুফান ডিঙিয়ে আমি সমুদ্র দিচ্ছি পাড়ি,
এই যাত্রার শেষ কবে, ফিরবো কবে বাড়ি!