স্বপ্ন ছিল কতইনা তোমারে বুকেতে নিয়ে,
সকল কিছুরই অবসান ঘটলো পঁচাত্তরে গিয়ে।
শেখ রাসেল তোমায় নিয়ে স্বপ্ন ছিল কত,
তোমার মধ্যেই দিয়ে আশা ছিল, স্বপ্ন অবিরত।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো তালিকায় বিদ্ধ,
পাষাণ সেই জানোয়াররা, ছিল যারা এই পাপকর্মে লিপ্ত।
তোমায় নিয়ে কত না স্বপ্ন, ছিল কত আশা,
তোমার আশায় বুক বেধেছিল আমার দেশের চাষা।
হায়নার থাবায় নিস্তব্ধ তুমি, শীতল তোমার আত্মা,
পায়নি এই দেশে ঠাই, পায়নি তারা পাত্তা।
দেশের সাথে বেইমানি করে,তোমার বুকেতে চালাইলো গুলি,
সামনে এসো সাহস থাকলে, আস্ত থাকবেনা খুলি!
তোমার মত শিশুকেও খুন করতে কাঁপলনা ওদের হাত,
১৯৭৫ সালের ১৫আগস্ট আমাদের কাছে কালো অশ্রুসিক্ত রাত।
যারা তোমার মত ছোট্ট শিশুকে দেয়নি একটু ছাড়,
তাদের জন্যে বাঙালির অস্ত্রে থাকবে আজীবন ধার।
তোমার আলোকে আজকে আমরা মুক্ত স্পর্শ পেতাম,
শেখ মুজিবের আদর্শে মোরা বহুদূরে যেতাম।
শেখ রাসেল কখনো ভুলবে না তোমারে এই জাতি,
তোমার শহিদি মৃত্যুর সাক্ষী আছে, আছি তোমার সাথী।
কতইনা কষ্ট সয্য করেছে তোমার ওই শিশু মন,
তোমারে বাঙালি বুকে রাখিবে বাঁচিবে যতক্ষণ।
স্বপ্ন ছিল কতইনা তোমারে বুকেতে নিয়ে,
সকল কিছুরই অবসান ঘটলো পঁচাত্তরে গিয়ে।