আজ স্তব্ধ নিজুম রাত,
    ভাগ্য নেইনি সাকিবের সাথ!
যদি সাকিব ব্যতিত হতো গল্প,
    লিখতাম সামান্য কিংবা অল্প!

গল্পটা শুধু সাকিবের যে নয়,
     তাইতো গর্বটা সব বাঙালির হয়।
সাকিব মানেই ত্রাস,
     বিপক্ষ টিমকে করে যেন গ্রাস!
সাকিব খেলেন ফেরিওলার মত,
    আইপিএল, পিএসএল আরো আছে যত।

সাকিব যে একা নয় তিন জনেরই গল্প,
    ব্যাটে একজন, বলে একজন, ফিল্ডিংএ তিনি অল্প।
তিনি যা পারেন তা বিশ্বের মঞ্চে দেখেছি মোরা,
     চালক ছাড়াই হয়েছেন তেজি ঘোড়া।

আসলে সাকিব তো সাকিব নয়,
        সাকিব মানেই চার আর ছয়...!
তার স্কূপ মারা শর্টগুলি দেখি,
            আর ছন্দ বানিয়ে লিখি।

যিনি অলরাউন্ডার হিসেবে বিশ্বটাকে নাচান,
     তিনি হলেন বিশ্বসেরা সাকিবাল হাসান।