স্বাধীনটা নিরিবিলি ক্লান্ত শরীরে,
শুধুই রাগ করে  তার সাথে মজা করিলে...
জায়িফটা দূর আকাশের পানে  গিয়েছে উড়ে,
কতশত স্মৃতির পাতায় আজ বিদেশটা দেখছে ঘুরে।
সাব্বিরের করুন চিত্রে বিয়ের আবেশে সে গিয়েছে ঢেকে,
কত মুক্ত করবার চেষ্টা প্রতিনিয়ত ভালোবাসার মালা গেথে।
রেশমাটা নেই ভালো কপালের কষ্টে,
কত খারাপ কপাল তার, করেছে ছারখার জীবনটাকে।

এদিক সেদিক ঘুরে মিলনটা আজ বড় অচেনা,
কত শত স্মৃতি জড়ানো, ছিল কতই লেনাদেনা।
সাদিয়াটা ব্যস্ত খেয়ালে তার বড্ড বেপরোয়া প্রেম,
কতটা ভীত ছিল আজ বা কি হল, কোথায় সেই হরিয়ে যাওয়া পুরনো ফ্রেম।
প্রীতিলতার চাহুনি বিজুূদার বন্ধুত্ব।
সোহান মিরের ঠাট্টা আদনানের হসি বুকে সিক্ত।

জয় আজ বড়, ভাই ভাই ভাব তার, হাতে ঘড়ি, চোখেতে রঙিন চশমা।
পরিষ্কার জীবনে ইমন আছে ভালো,
হয়তো বসবে বিয়ের পিরিতে।
সুমাইয়াটা বিয়ের জন্য উদগ্রীব আজ,
সামলাবে সংসারে কত শত কাজ।

আশরাফ আজ নিষ্ঠুর চোখে তাকিয়ে আকাশে,
জীবনটা তার চলে যায় দূর কোনোরকমই বৈশাখের বাতাসে।
তন্নিটার বিয়ে ঠিক হয়ে আছে,
মাহির ও যে বিয়ে খুবই কাছে।
হৃদয়টা প্রেমে পড়েছে, সারাদিন ফোনে সে কি যেন করছে,
নাইমটা আছে ভালো একলা দুনিয়াটায় হেরে গিয়েও উঠে বসছে।


এদিকে দূরে থাকা আয়শা আজ ভুলে যেতে বসেছে,
কতইনা স্বপ্নসহ নতুন ঠিকানা প্রতিনিয়ত লিখছে।
সাঈদের হৃদয় কাঁপানে স্টাটাসে
কিছু মানুষ চুপিচুপি আড়ালে হাসে!
শিপনটা আছে ভালো, দূরে থেকে ভালোবাসো সীমাহীন,
ইয়াছিনটা দূরে থেকে আজ ভালোবাসাহীন।
মিমটা ঘিরে আছে, নদীর তীরে আছে!

ইয়াছিনের সেলফিতে ফিরে পেতে চাই  সেইদিন,
যেদিনে কত শান্তি আর রাত পোহালে হতাম বিলিন।