মনের কুরবান বড় কুরবান যদি নিষ্ঠা থাকে মনে,
বড় গরু কিনে হয়না কুরবান বলিলে জনে জনে।
কুরবানী মহান মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়,
হয়না তার কুরবানী যে গরু কিনে বাজার-ঘাটে রটায়!

ঈদের পোশাকে আতর ও সুগন্ধি  তুমি মহা আনন্দে মাখো,
কুরবানীর সাথে সাথে গোশত তুমি ভাগ না বুঝে ফ্রিজে ঢুকিয়ে রাখ!
আল্লাহ তোমার এই কুরবানী কবুল করবে নাকো,
শুদ্ধতায় পরিবর্তন আনো, অন্যকেও পরিবর্তনে  ডাকো।


আল্লাহর তাকওয়া পালনে ভাই ভেদাভেদ যদি হয়,
জেনে রেখো সঠিক কুরবানী সেটি নয়।

পরিবর্তিত হোক আমাদের সমাজ, ঈদ মুবারক 🖤