ওহে বিশ্ব, তুমি হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে,
ওহে বিশ্ব, তুমি যাবার সময় নিয়ে যেও মোরে সাথে।
ওহে বিশ্ব, আজ হারিয়ে যাচ্ছ সাগরের গভীর জলে,
আজ বিশ্ব কেন নিজের ধ্বংসের কথা নেজেই বলে।
বিশ্ব তুমি করোনার কাছে হয়েছো দুর্বল,
ওহে বিশ্ব, আজ তুমি কেন করিতে পারো না কোন ছল।
ওহে বিশ্ব, তোমায় মনে করি সকাল,দুপুর,রাতে!
ওহে বিশ্ব, তুমি যাবার সময় নিয়ে যেও মোরে সাথে।
ওহে বিশ্ব, হয়েছো নষ্ট, তোমার বুকে হচ্ছে রক্তপাত,
ওহে বিশ্ব, সাধারন মানুষের থেকে কেন কেড়ে নিচ্ছ মুখের ভাত।
ওহে বিশ্ব, ষড়যন্ত্রের মুখে আজ তুমি,
ওহে বিশ্ব, সেই ষড়যন্ত্র থেকে রক্ষা পায়নি আমার জন্মভূমি।
ওহে বিশ্ব, হারাবে তুমি আমাদের মাঝ থেকে,
ওহে বিশ্ব, যেওনা মোদের একা এই পথে রেখে।
ওহে বিশ্ব, তুমি জনসংখ্যার দিয়ে বড় বানিয়েছো চীন,
ওরা দিনকে করেছে রাত রাতকে করেছে দিন।
ওহে বিশ্ব, তুমি দুর্বল হয়ে পাড়ছো ধীরে ধীরে,
ওহে বিশ্ব, তুমি হারিয়ে যাচ্ছ অপরিচিত লোকের ভিড়ে...!
ওহে বিশ্ব, তুমি হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে,
ওহে বিশ্ব তুমি যাবার সময় নিয়ে যেও মোরে সাথে।