নীরব কেন ওহে পথিক
       নিয়ে চলো মোরে সাথে,
অন্ধকারে একটু আলো দাও
পথ দেখি যাতে।
       জীবনের পথ হারিয়ে আমি
       আজ বড্ড বেপরোয়া
পীর আর অলীর আগে
ছিল মায়ের দোয়া।
       আজ খুব পাপী আমি
       নিঃসঙ্গ পথে,
নীরব কেন ওহে পথিক
নিয়ে চলো মোরে সাথে।।

       অন্ধকার লাগে আজ
        সামনের পথগুলো,
গায়ে কিভাবে জাড়ালে
অদ্ভুতড়ে ধুলো!
       পথিক তুমি নীরব কেন
        তোমার কন্ঠধ্বনি কই,
পথিক কন্ঠে তুমি সুর তুলো
এখনো তাইতো বসে রই।

পথিক তুমি কেন নিশ্চুপ আজ
আমারই মত,        তুমি নয় শুধু পথিক
            আরো নিশ্চুপ আছে শত!