আকাশে মেঘের ঘনঘটা,
এলোপাতাড়ি বাতাস বহিছে
প্রকৃতির প্রেমে ধরনী
নিজের রূপের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

স্তব্ধ, শুনশান নীরবতা চারদিক,
মানুষ দিশেহারা, খুঁজছে গন্তব্য
ছুটছে দিক-বিদিক!


এই বুঝি নামল মুশলধারে বৃষ্টি,
মুছে নিবে পাপ, আর মানুষে মানুষে ভেদাভেদের দৃষ্টি।

মুছে যাক সকল গ্লানি,
উন্মোচিত হোক সমাজের কালো মুখোশধারী হিংস্র পশুর মুখ!
এসো বৃষ্টি,  এসো!  নিয়ে যাও যত বেদনা দুঃখ, দিয়ে যাও সুখ!!!