কষ্ট দিয়ে যদি আনন্দ পাও,
তবে দারুণ ভাবে কষ্ট দাও!
তোমার আনন্দে সুখ আমার,
ভিন্ন এক পালা বদলাবার!
কখনো তো ভালোবেসো,
প্রয়োজনে কাছে এসো!
পালা বদলের খেলা নতুন কি,
কতইনা রঙ দেখেছি!
সুখে যদি মোরে না দেখতে চাও,
তবে তুমি কষ্ট দাও!
ভূত হয়ে যাবো আমি,
তবুও আমার কাছে তোমার সুখই দামী!
কষ্ট দিয়ে যদি আনন্দ পাও,
তবে দারুণ ভাবে কষ্ট দাও!!