কল্পনার শহরে কতইনা ধূলো মেখেছে আজ,
চেনা রুপে ও দেখবে কত বহুরূপী সাজ....!

বড়ই নিথর দেহ পড়ে আছে একা,
কত কিছুই দেখলাম, আরো আছে কত দেখা!
শিতল দেহটা দুলিছে একা, চলিতেছে বাঁকা পথে,
যাইবে তুমি রঙের দুনিয়া ছেড়ে অচেনা সেই রথে।

হারিয়ে যাবার যা, তা হারিয়েই যেতে দাও,
হারিয়ে যাওয়া বস্তু নিয়ে কেন এত কষ্ট পাও?

বাকির খাতায় জীবন রঙের কি দুনিয়া তোমার,
চিরচেনা রুপটি ও যে বদলে গেল আমার!
কল্পনার শহরে কতইনা ধূলো মেখেছে আজ,
চেনা রুপে ও দেখবে কত বহুরূপী সাজ....!

সে যে "বহুরূপী সাজ" "বহুরূপী সাজ"!!!