বদলাবার খেলায় প্রতিযোগিতা রোজ,
তুমি না বদলালে ও নিবে না কেউ খোজ।

বলবে না কেউ আলতো করে তোমার পাশে বসে,
মুখ কালো করে কেন আছিস দেখ না একটু হেঁসে।
কেউ দিবে না তোমায় সান্ত্বনা দিবে না একটু আশ্বাস,
অযাথাই নিরবে তোমার ভাইঙ্গা দিবো বিশ্বাস!

বদলানোর খেলা দিব্যি চলছে,
কেউ কি আর তোমায় বদলাতে বলছে?
যার স্বার্থ সে ভেবে এগিয়ে যাচ্ছে,
তোমারে আমারে পোকায় খাচ্ছে!

বদলাবার খেলায় প্রতিযোগিতা রোজ,
তুমি না বদলালে ও নিবে না কেউ খোজ।।