ভিনদেশী এক দূর তাঁরা, আমায় বলে রোজ,
যদি থাকো তুমি বিপাকে, দিও আমায় খোজ।

ভিনদেশী এক দূর তাঁরা,
আমায় দিচ্ছে যে পাহারা!
                     আমায় ভালোবেসে,
                     থাকছে আশেপাশে!
তার ছায়াতলে বসে,
অল্প অল্প হেঁসে।
                     কিছু মানুষের অবহেলায়,
                     দিব্যি ডুবছি খেলায়!

রোজ বিকেলে ভাবি,
কি ছিল তার দাবি....?
                     বলতো যদি আপন করে,
                     রাখতে পারতাম হয়তো ধরে।

ভিনদেশী এক দূর তাঁরা, আমায় বলে রোজ,
যদি থাকো তুমি বিপাকে, দিও আমায় খোজ।

তাঁরাকে কি বলি আমি,
যে সে ছিল খুবই দামি।
                     মনটা ভেঙে দিয়ে,
                     করছে সে যে বিয়ে...!💔
তাই ভিনদেশী এক দূর তাঁরা,
আমায় দিচ্ছে যে আজ পাহারা!

ভিনদেশী এক দূর তাঁরা, আমায় বলে রোজ,
যদি থাকো তুমি বিপাকে, দিও আমায় খোজ।