অবসন্নতা আর ব্যাস্ততা,
কঠোর পরিশ্রম আর একাকীত্ব!
চলে যায় দিনগুলো,
থেকে যায় কিছু কথা সিক্ত!
হয়তো দুমুঠো খাবার,
পরিবারের সুখ-শান্তির প্রয়াস!
কেউবা করমুক্ত হবার চেষ্টায়,
জীবনের সুখটাকে করেছে নিরাশ!
অবশ্য কিছু ভুল সিদ্ধান্ত,
কাছের মানুষের অপ্রত্যাশিত ব্যবহার!
নীরব ঘাতকের নির্মমতায়
শক্তি থাকে না আর দাঁড়াবার!
জীবনের কাজে সুখ হারিয়ে
বেদনায় রাতে হাহাকারা আর অসহ্য চিৎকার!
হয়তবা, হৃদয়ে জমেছে ধূলো,
মুছে ফেলা যায় না আর!
কিছু শান্তির স্মৃতি,
বাকিটা কষ্টের শেষ না হওয়া গল্প!
এই নিয়ে চলে যায় দিন,
কান্না ছাড়া জীবন চলে অল্প-স্বল্প!
জীবনের গাড়ি হয়তো থামতেই চলছে,
তবুও...এই বেদনার সুর হৃদয়ে বাজছে!