২১-এ ফেব্রুয়ারীর পথযাত্রা যেন শান্তির!
২১-এ ফেব্রুয়ারীর শেষভাগ যেন ক্লান্তির!
২১-এ ফেব্রুয়ারী বিশ্ব ভাষা দিবস আমাদের গর্ব,
সালাম তাদের যারা ভাষার জন্য জীবন করছে উৎসর্গ।
সালাম,রফিক ৫২সালের তৈরি করছে যে ইতিহাস,
শফিক ও বরকত ত্যাগ করেছে যে ভাষার জন্য নিঃশ্বাস।
আমরা তোমাদের কখনোই ভুলবো না,
কিভাবে ভুলি রক্তের ইতিহাস সৃষ্টি করেছো যা।
এই ভাষাতে বড় ভালোবাসা, এই ভাষা মাতৃভাষা,
এই ভাষাতে শত ইচ্ছে পূরণ এই ভাষাতেই শত আশা।
বিখ্যাত ফেব্রুয়ারী তুমি বাংলা ভাষার,
২১-এ ফেব্রুয়ারী তুমি আলোর, তুমি আশার।
২১তারিখের শেষ করে আশা প্রভাতফেরি,
আমি কি কখনোই ভুল যেতে পারি …?
--সে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি!