তুমি এসেছিলে সাদা বক হয়ে
নদীর পাড়ে
সাদা তোমার পাখনা মেলে ধরেছিলে নদীর তীরে
হওয়ার ঝাপটায় যখন নদীর জলে উঠলো
কোলহোল
কচুরীরা ভেসে ভেসে জানান দিলো সব
সূর্যেরও আলো তোমার চকচকে পালকে
সাদা পালকে
তুমি বক হয়ে এসে থাকো যদি ওই নদীর তীরে
বুক চিরে যাও উড়ে ,
পাখনা তোমার মুক্ত তায় করে
পরিবেশ বলবে তুমি এসেছিলে
জালে জড়ানো ছটফটে মাছের মতো
আমি থাকবো অপেক্ষায়
সাদা বক হয়ে তোমার আসার ,অপেক্ষায় ।