বাড়ছে রাত , বাড়ছে আধার

ঘুম পালিয়ে পগাড়পাড় ।

তারার মাঝে ,

স্বপ্ন খুঁজে !

হচ্ছে চেষ্টা , সময় পার ।

মেঘের ভেলা , আকাশ পানে ভাসিয়ে দিয়ে

তাতেই ঘুরে রাজ্য জুড়ে

কোথাও ঘুম , কোথাও জাগ্রন

তৃপ্তি , গ্লানির অদ্ভুত মিলন ।