যাত্রার পর যাত্রা চলছে
নতুন কে জানার উদ্দেশ্যে ।
জীবন রহস্য উদঘাটনে ,
যৌবনের পর যৌবন ক্ষয়ে যাচ্ছে !
তবুও , নয় সব যাত্রা নতুনের উদ্দ্যেশে
নয় সব বরণ থালা
নবীনের স্বাগতমে !
কিছু যুদ্ধ কিছু বিসর্জন শুধু বেঁচে থাকতে!
আগামীকে বাঁচিয়ে রাখতে।
আজ , এই ক্লান্ত বিকেলে
নিশ্চিন্ত আরাম ঘুমের আড়ালে
লুকিয়ে হাজার হুমকি ছন্নছাড়া ভবিষ্যতের
কে জানছে সেসব হুংকার কঠিন বাস্তবতার?
কি দেখছে সবে?
ঘুমিয়ে সে দায়িত্বহীনতার চাদর টেনে!
তবে দেখছে না তারা
ওই পূর চাদরের নিচে , কি হাহাকার ছড়িয়ে
বেঁচে থাকতে , শুধু একটু বেঁচে থাকতে ।
পুরোটা লুকোনো নয় , কিছুটা প্রকাশ পায়
ভালোবাসার মানুষটা কাছে আসলে
গভীর আলিঙ্গনে ভালোবাসা নয়
তখন থাকে আশ্রয়ের অনুনয় ভরা স্পর্শ শুধু
ভালোবাসি, কথায় সোহাগ নয়
বেরিয়ে আসে চেপে ধরে রাখা ভয়
হারাবার ভয় , সব হারিয়ে মরে যাবার ভয়
তাই বাস্তবতার গ্রীষ্মে ,
দায়িত্বহীনতার পূর চাদর টেনে
ঘুমায় সে ।