কোন রশ্মির ত্রি কেন্দ্রে ছিলো তিনটি ফড়িং
নিজমনে , বিরামহীন।
ত্রিমাত্রায় ছুটন্ত তারা , দিবা - রাত্রি
হঠাৎ হাওয়া কেমন ঝাঁকিয়ে জাগালো
ভূ - মাতা , জগত পরিবেশ
ভীত ত্রি ফ. লুকিয়ে কোন ঘাসের ধারে
হঠাৎ বর্ষন ভিজিয়ে দিলো
জমাট বাঁধা মৃত্যুভীতিটারে
ফড়িং ত্রয় বেড়িয়ে পড়লো
ভেঙ্গে সকল বাঁধা নিয়ম
প্রকৃতি ছাড়িয়ে তারা পৌছবে
কোন নিজ জগত - স্বর্গ বিভ্রম
তৃতীয় মাত্রা ভাঙ্গবে ত্রয়জন
উঠবে ত্রয় সৃষ্টির আদি-

আকাঙ্ক্ষা থাক সব নিজ গোপনই
প্রচারে গেলে গর্দান যাবে , কংকর নিক্ষেপ
কিংবা অগ্নিদাহ , অকাল মৃত্যু ফড়িং সমাজে।

ব্যাস্ত সবাই সর্বদাই নিজ কর্মে
ধর্ম ভুলে
ইচ্ছা বুঝি শোনা গেলো কোন ফড়িং এর
উঠতে চায় নাকি প্রকৃতির জাত ঘেরা
বাঁধ - বাঁধন - ছিড়ি!
মারো এদের , অশুভ ওরা
ফড়িং তত্ত্বের নশ্বর গোড়া
মারো ওদের , মানে না ওরা
কোন নিয়ম - বাঁধন , মানে না পাপ পূণ্য
মারো ওদের , মারো স্বাধীনতাকে
মারো সবাইকে।