সময়ের স্রোত যাচ্ছে বয়ে
গহীন বনে রাতের শেষে
বসে যে সে ছবি আঁকে
ক্রন্দিত এক নারী ছবি
হঠাৎ হঠাৎ বলছে হেসে
কেমন করে বাঁচছি একা
ভাবছি একা , থাকছি একা
অনুভূতি গেছে খোয়া কবে
এখন এসে বুঝছি বুঝি
একাকী শব্দের মানে