তুই চলে যাবি খোকা
_____ শান্ত চৌধুরী
(উৎসর্গ শ্রদ্ধেয় বড় আপু কে)
আরো কিছুক্ষণ থাক না খোকা,
তুই চলে গেলে বড্ড একা একা লাগে।
সেই কবে আষাঢ়ের বৃষ্টিতে কাক ভেজাএসেছিলি
আর অবধি এলিনে।
বৃষ্টিতে ভিজে জর করেছিল সে রাতে
আবল তাবল বকছিলি।
সেই কবে থেকে তোর মুখের
মিষ্টি ডাক শুনিনা!
তোর সময় হয়না বুঝি খোকা,
তুই বড্ড স্বার্থপর।
আমার কথা মনে পড়েনা বুঝি ?
এলোমেলো করে জীবনের অর্ধ বয়স
পার করে দিলি নিরবে,
কেউ আছে নাকিরে খোকা বল ?
লাজে লাল হয়ে গেছিস বুজি,
ওমা তুই ঘামছিস, তোকে পেয়ে সব ভুলে গেছি,
কেমন আমি বলতো শরবত টাও দেইনি।
সত্যি খোকা আজ থেকে যা,
তুই ছাড়া তো কেউ আসেনা।
আব্বার ও বয়স হয়ে রোগে শোঁকে কাতর
মাঝে মাঝে দৌঁড়ে আসত।
সেই কবে থেকে আসেনা
ক্ষণেই রেগে মেগে চলে যেত,
আর পথ চেয়ে দু’চোখের জল ফেলতাম।
আমার বুকের ভেতর টা দুমড়েমুচরে উঠে,
আয়নার মতো মনে হয় সময়টা।
বিদায় বলতেই দু চোখ ঘোলা ঝাপসা হয়ে যায়
মৃদু ঘূর্ণিঝড় বয়।
খোকা তুই সত্যি চলে যাবি ?
কিছুতেই ভালো লাগেনা
চিন চিন ব্যাথায় কুকরে উঠে বুক।