তীব্র হাহাকার
   _____ শান্ত চৌধুরী

উড়ে চলেছে....... পাখি ?
অচিন পাখি ।
দূর কোন লোকালয়ে .....
সুদূর আকাশে পাখা মেলে।
তীব্র একটা ভাসমান গন্ধ
নাকে এসে লাগলো।
অনেক পরিচিত আবার
হয়ত অপরিচিত।
জানার আগ্রহ মনে .....
খুব বেশি।
কিসের গন্ধ ....... ?
কোথাথেকে এর উৎপত্তি।
জানিনি।
নিরবে মিটি মিটি আকাশে
চোখ মেলে দেখি
অচিন পাখির গায়ের গন্ধ।
তার সাথে মিসে আছে
আরো অনেক.....
তীব্রতা আরো বাড়ছে ......
মনে কঠোর ভাবনা
কান্নার সুর যেন ভেসে আসছে ....
দূর থেকে ভাসমান কান্না
অপরিচিত কান্না।
বুকের মাঝে চেপে বসে
তীব্র একটা হাহাকার।
কোথায় ও কোন নির্জনে
কার জন্য তা অনুমান
করার মতো নয়।