সোনার বাংলাদেশ
ফুলে - ফলে ভরা,
আমার স্বদেশ।
সোনার দেশের সোনার মানুষ
হিন্দু - মুসলমান।
ঈদ - পূজা - পার্বণ
উৎসবের আমেজ।
মাঠে যায় রাখাল
গরুর পাল নিয়ে,
বাঁশি বাজায় সুরের
টানে।
গ্রামের পর গ্রাম
ধূ . . . ধূ প্রসার বিল।
সবুজে সবুজ - শ্যামল
আহ্ কি মুগ্ধতা।
আকাশে সাদা মেঘের
ভেলা - উড়ে বক - চিল
ঝাঁকে ঝাঁকে।
পথের বাকে একপায়ে
দাঁড়িয়ে, আসমান ছুই -
ছুই - তাল গাছ।
বাবুই পাখির সেই
স্বপ্নের নিবাস।
বর্ষার জলে ভরা
মাঠ - মাঝির নৌকার
তোলা পাল।
জেলেদের মাছ ধরা
ঝাঁকে ঝাঁকে - পুটি,টংরা
শোল - বোয়াল।
ঝড়া পাতার মর মর
কুকিলের কুহুতান।
বসন্ত বাতাসে
জুড়ায় মন-প্রাণ।
সোনার বাংলা আমার-
জীবনানন্দ দাশের কবিতার
দুটো লাইন।
বাংলার রূপ আমি
দেখিয়াছি তাই।
পৃথিবীর রূপ খুজতে
যাইনা আর।
০৯-০৩-২০০১ ইং।