সুখের দুঃখShukher Dhukho
কিছু কিছু সুখের মাঝেও দুঃখ লুকিয়ে হাসে,কাল্পনিত অনুভূতি থেত করে দেয় জীবনের বেদনা গুলো।বিবর্ণ পানসা জীবনটা বন্দী চার দেয়ালে,শীতল এযার কন্ডিশনের হাওয়া।মাঝে মাঝে সব কিছুই ঝাপসা মনে হয়।রিলাক্সজেবল ডুপ্লেক্স ফ্লাটে রঙিন দেয়ালে নামিদামী শিল্পীর আঁকা জলছবি ফ্যাকাশে হয়ে ভাসে। পুরো দিগন্ত বন্দী হোমথিয়েটারে,কাল্পনীক সুখ।গাঢ় নীল আকাশ-রোদ-ঝড়-বৃষ্টি-পাখি-ফুল-প্রজাপতি উড়ে নিমেষেই পাশে বসে মুহূর্তে স্মার্ট স্যাটেলাইটে।ঝাঁঝাল স্বাদের ওয়েন ওস্কি নোনতা জলে দেহসলিল আড্ডায় মাতে।সুখের নীড়ে পূর্ণ জোছনা বিলাস ধাঁধার মতো মনে হয়,জোছনা জানালার গ্লাসের সাথে মিতালী করে,পূর্ণ জোছনায়। টেবিলের।খাবার গুলো ঠাণ্ডা হয়ে বার বার ওভেনের তাপে স্বাদ হীন,রুচি।ল্যান্সক্লুজারের কালো গ্লাস বন্ধ শ্বা-শ্বা,খুব দ্রুত প্রকৃতির ধুলো পিছু ছুটে।শুধু সুখ আর সুখ,দু চোখে ঘুম নেই, রাতের নির্জনতা নেই।ভরা দুপুরে প্রকৃতির কোলাহল নেই,মেঘের ঘনঘটা নেই,পাখির কিচিরমিচির নেই,প্রজাপতির উড়ো উড়ি নেই,আছে শুধু সুখ,অন্তরীণ সুপ্ত সুখ বিলাস।
কবিতাটি ৪১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৬/০৬/২০১৯, ২০:৪২ মি: