আমি অনন্তকালের পথে হেঁটে চলেছি নির্ভয় উদ্দামে,
জনপদ থেকে পাহাড়-সমুদ্র-নদীর বেলাভূমি
নিক্ষিপ্ত আমার পদচারণায়।
উর্বর উৎকর্ষ একটা শরীরী ঘ্রাণ-আমাকে
তাড়া করে প্রতিনিয়ত।
নির্ভাবনা প্রকট নি:সঙ্কোচ
এলোমেলো স্বপ্নের ভূবন।
কখনও গাঢ় অন্ধকার, কখনও পূর্ণিমা রাত।
অনন্ত কালের পদযাত্রা, নীল প্রজাপতি,
শাদা মেঘের ভেলা
মাঝে মাঝে শ্রাবণের একরাশ বৃষ্টি।
কখনও প্রেয়সীর অপেক্ষা,
অনুপম অনুরাগ-মিশ্রিত জাগরণ,
থেমে নেই পদযাত্রা।