দূরে সরে আছো, অভিমানে
তপ্ত সীসার মতো আগুনে
পুড়ে শেষ হয়ে যাবো।
স্পর্শহীন ব্যাকুলতায় ডুবে
তলিয়ে যাবো।
অভিমানে কতটা দূরে
তুমি থাকবে।
নির্বসনে পাঠাবো সকল সুখ
পত্যাখ্যানে দূরে যাবে সব
উৎসব-উল্লাস।
তুমিও অভিমানে
অবহেলায় ভূলে যাবে।
নিথর দেহ-আত্না
নিরবেই ডুবে যাবে
কোলাহলে।